তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

তুরস্কের সরকারি সংবাদসংস্থা দেশের বিপর্যয় মোকাবিলা ব্যুরোকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার পর্যন্ত সেখানে ১২ হাজার ৩৯১ জন মারা গেছেন।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকায় এক হাজার দুইশ জনের মৃত্যু হয়েছে। আর একটি সংস্থার হিসাব, বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে এক হাজার ছয়শ জন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সঙ্গে আরো দুইটি সীমান্ত গেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিরিয়ায় যাতে মানবিক সাহায্য সহজে পৌঁছানো যায়, সেজন্যই এই সিদ্ধান্ত।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, মার্চে তুরস্ককে সাহায্য করার জন্য ডোনার কনফারেন্স ডাকা হয়েছে।

ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, তারা পাঁচদিনের জন্য বন্ধ থাকবে। ২৪ বছরের মধ্যে এই প্রথমবার এরকম সিদ্ধান্ত নেয়া হলো।

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় সফর করেছেন। তিনি স্বীকার করেছেন, ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলায় খামতি রয়েছে।

সিরিয়ার সরকারের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা আছে। এই অবস্থায় তারা ইইউ-কে অনুরোধ করেছে, তারা যেন সংকট মোকাবিলায় এগিয়ে আসে।

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *