দায়িত্বজ্ঞানহীনের মতো আউট রাহুল, সুযোগ মিস করতেই অগ্নিশর্মা রোহিত!

প্রথম দিনের একেবারে শেষবেলায় দায়িত্বজ্ঞানহীন একটি শট খেলে আউট হলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল। টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের এভাবে উইকেট ছুঁড়ে আসাটা একেবারেই মেনে নিতে পারেননি রোহিত শর্মা। নাগপুরের VCA স্টেডিয়ামে দিনের শেষে একমাত্র প্রাপ্তি বলতে এই কেএল রাহুলের উইকেটই।

97736696

প্রথম টেস্ট ম্য়াচের প্রথম দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ১ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে। তবে ইতিপূর্বে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অল আউট হয়ে যায়।

97773628

প্রথম দিন ২২ ওভারে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৭৬ রান করেছিল। দেখে মনে হচ্ছিল যে প্রথম দিনটা ভারত বিনা উইকেটেই শেষ করতে পারবে। এই ম্যাচে অভিষেক করেছেন অস্ট্রেলিয়ার টড মার্ফি। তিনি অ্যারাউন্ড দ্য উইকেট একটি ডেলিভারি করেন। সেটা ফ্লিক করতে গিয়েছিলেন রাহুল। বল ব্যাটের কানা লেগে সোজা মার্ফির হাতে চলে আসে। পাশাপাশি টেস্ট ক্রিকেটে তিনি প্রথম উইকেটটা শিকার করেন।

97755406

এই ইনিংসে ৭১ বলে ২০ রান করেন রাহুল। স্ট্রাইক রেট আরও ভয়ানক। মাত্র ২৮.১৬। একটাই বাউন্ডারি হাঁকাতে পেরেছেন তিনি। রাহুলের সঙ্গেই ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। সতীর্থ ওপেনারের এমন দায়িত্বজ্ঞানহীন শট দেখে তিনি রীতিমতো রেগে যান। কিন্তু, তখন আর কিছু করার ছিল না। রাহুল আউট হওয়ার পর নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। কিছুক্ষণের মধ্যেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

97767928

রাহুলের উইকেট হারালেও প্রথম দিনের শেষে চালকের আসনে বসে রয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে ১৫তম হাফসেঞ্চুরিটা করে ফেললেন রোহিত শর্মা। মাত্র ৬৬ বলে ভারত অধিনায়কের ব্যাটে এই অর্ধ শতরান আসে। তিনি আটটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরেছেন।

97777246

এই ম্যাচে প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু, শুরুতেই মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজের দাপটে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খোওয়াজা প্যাভিলিয়নে ফিরে যান। লাঞ্চের পর অস্ট্রেলিয়াকে হতচকিত করে দেন রবীন্দ্র জাদেজা। তখনও পর্যন্ত ভারতীয় বোলারদের ৩২ ওভার বেশ ভালোভাবেই উতরে দিয়েছিলেন স্টিভ স্মিথ এবং মারনাস লাবুশেন। কিন্তু, জাদেজার দুটো বলই গোটা ম্যাচের রং বদলে দিল।

97758434

প্রথমে মারনাস লাবুশেনকে ক্রিজের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেন জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের দুর্দান্ত একটা স্টাম্পিং করলেন কেএস ভরত। এরপর ম্যাট রেনেশঁকে ট্র্যাপ করেন তিনি। LBW আউট হয়ে ফিরে যান ম্যাট। স্টিভ স্মিথ ভারতের সামনে বিপদ বাড়াবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু, তাঁর উইকেটটাও জাদেজা শিকার করেন।

97582474

পিছিয়ে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিনও। তিনিও অ্যালেক্স ক্যারে এবং কামিন্সের উইকেট ঝটপট শিকার করে নেন। টড মার্ফি এরপর জাদেজার হাতে শিকার হন। অভিষেক ম্যাচে রানের খাতা খুলতে পারলেন না তিনি। এর আগে অবশ্য জাদেজা পিটার হ্যান্ডসকুম্বের উইকেটটাও শিকার করেন। এরপর স্কট বোল্যান্ডের উইকেট শিকার করেন অশ্বিন। আর সেইসঙ্গে ৬৩.৫ ওভারে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অল আউট হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *