বঙ্গে আসছেন বিজয়ন, প্রকাশ্য সমাবেশে ভাষণ

এই সময়:

বাংলায় আসছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। আগামী ১৭ ফেব্রুয়ারি হাওড়ায় সিপিএমের খেতমজুর সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে আগামী ১৪ তারিখ কলকাতায় বড় মিছিল করবে বামেরা। সিপিএম এই মিছিলের নেতৃত্বে থাকবে। বহুদিন পর কেরালার কোনও বাম মুখ্যমন্ত্রী বাংলায় আসছেন। যদিও পুলিশ এখনও এই সমাবেশের অনুমতি দেয়নি বলে বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেছেন। দলের রাজ্য কমিটির বৈঠকের পর আলিমুদ্দিন স্ট্রিটে সেলিম বলেন, ‘খেতমজুর সংগঠনের প্রকাশ্য সমাবেশে পিনারাই বিজয়ন আসছেন। যদিও পুলিশ এখনও অনুমতি দিচ্ছে না। কিন্তু সমাবেশ হবেই। এ বার একজন মুখ্যমন্ত্রী আসছেন। সেখানে পুলিশ কী করবে তাদের বিষয়। আমি নিজেও এই সমাবেশে থাকব।’

97645792

কিছু দিন আগে কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হলেও

কেরালা

বিধানসভার বাজেট অধিবেশেনের কারণে বিজয়ন বাংলায় আসতে পারেননি। গত দু-মাস ধরে সিপিএমের অর্থসংগ্রহ ও জনসংযোগের অভিযান চলছিল। সেই কর্মসূচি কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে এই রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে এই সময়ে

সিপিএমের

সদস্যপদ রিনিউয়ালের কাজ চলছিল। সেই প্রক্রিয়ায় নতুন সদস্য এসেছেন বলে এ দিন সেলিম দাবি করেছেন। তাঁর কথায়, ‘যে সদস্যরা কিছুটা নিষ্ক্রিয় হয়েছিলেন, তাঁদের সক্রিয় করার কাজ হয়েছে। একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে। নবীন প্রজন্মের অনেকে সদস্য হয়েছেন।’ যদিও এখন বঙ্গ সিপিএমের মোট সদস্য কত হয়েছে, তা আরও কয়েক দিন পরে সমস্ত জেলা থেকে রিপোর্ট এলে স্পষ্ট হয়ে যাবে বলে আলিমুদ্দিন স্ট্রিটের বক্তব্য।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *