বলিউডের অন্যতম ফেমাস আইটেম ডান্সার রাখি ডান্সার রাখি সাওয়ন্তের ব্যক্তিগত জীবন এখন পেজ থ্রি-র হট কেক (Rakhi Sawant)। আদিলের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে আনার পর থেকেই নিত্য নৈমিত্তিক কোনও না কোন ঘটনা ঘটছে রাখির সঙ্গে। প্রথমে রাখিকে স্ত্রী হিসাবে অস্বীকার আদিলের, এরপর অন্য নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে মারধরের অভিযোগ সহ একাধি একাধিক খবর উঠে এসেছে পেজ থ্রি-র পাতায়। শেষ পর্যন্ত স্বামী অনাচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রাখি। তাঁর অভিযোগের ভিত্তিতেই হাতে হাতকড়া পরে আদিলের। কালো কাপড়ে মুখ ঢেকে আদালতে পৌঁছেছেন আদিন খান দুরানি। মাকে হারানোর পরেই আদিলের কীর্তিকলাপে একেবারে ভেঙে পড়েছেন রাখি। এই রকম পরিস্থিতিতে রাখির পাশে দাঁড়ালেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ। নিজের ইনস্টা হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি জানান, রাখি সাওয়ন্ত লভ জিহাদের শিকার।
97745055
আসলে রীতেশও কিন্তু, তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই রাখির সঙ্গে নতুন সংসার পাতেন। সেই কথা ঘুনাক্ষরেও টের পাননি
রাখি
। ঠিক একই কাজ করেছেন আদিলও। সেই জন্যই বিবেক দংশনে ভুগছেন রাখির প্রাক্তন স্বামী। তাই সোশাল মিডিয়ায় সকলের সামনেই প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন রীতেশ। তিনি লাইভে এসে আরও বলেন, রাখি প্রায় তিন মাস আগেই গোটা বিষয়টি তাঁকে বলেন। তখনই আদিলের ব্যপারে জেনেছেন রীতেশ।
97731510
রীতেশ লাইভে এসে নিজের মত ব্যক্ত করতে গিয়ে বলেন, রাখিকে দেখে মনে হচ্ছে না মিথ্যা কথা বলছেন। ইনস্টা লাইভে এসে রীতেশ বলেন, “আমিও ঠিক একই যন্ত্রনার মধ্যে দিয়ে গিয়েছি। আমার সঙ্গে দুবার এইরকম ঘটনা ঘটেছে।
রখি
আমি তোমার সঙ্গে আছি। আমার মনে হয় এই রকম ঘটনা থেকে মেয়েদের একটা শিক্ষা নেওয়া উচিত। আর সেটি হল কখনও লভ জিহাদের শিকার না হওয়া।”
92541873
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি আদালতে পেশ করানোর সময় কালো কাপড়ে মুখ ঢেকে পুলিশ ভ্যান থেকে নামতে দেখা যায় আদিলকে। এরপর শুরু হয়
বিচার প্রক্রিয়া। বিগ বস গার্ল রাখির অভিযোগ আদিলের শুধুমাত্র পরকীয়াই ছিল না, অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগও তুলেছেন তিনি।
তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। তাই শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হন রাখি। তনু নামের এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে আদিল খান দুরানির। এছাড়াও একাধিক কেচ্ছার কথা প্রকাশ্যে এনেছেন রাখি।