শিয়ালদহে খাবার নিয়ে গোলমালে জেরে পিটিয়ে খুন যুবককে

এই সময়:

রাস্তায় পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। যা দেখে আপাতভাবে মনে হয়েছিল, পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, দুর্ঘটনা নয়, পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে তিন জনকে। তাদের জেরা করে পুলিশ জেনেছে, খাবার নিয়ে গন্ডগোলের জেরে পিটিয়ে মারা হয়েছে ওই যুবককে। ধৃতদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার, ৬ ফেব্রুয়ারি রাত দেড়টা নাগাদ বছর ছাব্বিশের আয়ুষ জুলকার দেহ উদ্ধার করা হয়েছিল শিয়ালদহ এলাকায় আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালের সামনে থেকে। আয়ুষের দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মেলে।

97677496

ময়নাতদন্ত

রিপোর্টে পিটিয়ে খুনের কথা বলার পর ফুটপাথের কয়েক জন বাসিন্দাকে জিজ্ঞেস করে তদন্তকারীরা জানতে পারেন, খাবার নিয়ে আয়ুষের সঙ্গে গোলমাল হয় ফুটপাথের একটি পাইস হোটেলের কর্মীদের। এর পরেই তিন জন মিলে আয়ুষকে মারধর করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম: অলোক চক্রবর্তী, অজয় দাস ও জয়ন্ত ভুঁইয়া। তিন জনকেই মঙ্গলবার সকালে সরস্বতী প্রেসের সামনে থেকে গ্রেপ্তার করাহয়। অলোক ও অজয় এন্টালি মার্কেট সংলগ্ন তল্লাটের বাসিন্দা।

97640503

জয়ন্তর বাড়ি

পশ্চিম মেদিনীপুরের

দাঁতনে হলেও সে এন্টালি মার্কেটের সামনেই ফুটপাথে থাকে। তদন্তে জানা গিয়েছে, জয়ন্তর সঙ্গে প্রথমে গোলমাল শুরু হয় আয়ুষের। পরে তা গড়ায় হাতাহাতিতে। পরে তিন জনের মারের চোটে আয়ুষ নিস্তেজ হয়ে পড়লে তাঁকে আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালের সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *