Shani Gochar: জ্যোতিষ অনুসারে শনি একটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। শনির অবস্থান বদল সব সময়ই উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। গত ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গোচর করেছে শনি। তার প্রভাবে ২০২৫ পর্যন্ত খারাপ সময় চলবে এই ৫ রাশির।
Saturn Transit Effect: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে নয়নাধিশ এবং কর্মফলদাতা বলা হয়ে থাকে। কারোর ভালো ও খারাপ কাজ অনুসারে শনি ভালো ও খারাপ ফল দিয়ে থাকেন বলে মনে করা হয়। অন্য়দিকে শনি হল সৌরজগতের সবচেয়ে ধীরে স্থান পরিবর্তনকারী গ্রহ। এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে শনি। সেই কারণে শনির গোচর আমাদের জীবনে বিশেষ ভাবে প্রভাব বিস্তার করে থাকে।
এই বছরের ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। ২০২৫ সাল পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে এই গ্রহ। শনি যে রাশিতে প্রবেশ করে, সেই রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি দশার দ্বিতীয় পর্যায় শুরু হয়। ২০২৫-এর ২৯ মার্চ আবার নিজের অবস্থান বদল করে মীন রাশিতে প্রবেশ করবে শনি। জ্যোতিষ গণনা বলছে ২০২৫ পর্যন্ত খারাপ সময় থাকবে এই পাঁচ রাশির জাতকদের জীবনে।
কর্কট রাশি
কর্কট রাশির কোষ্ঠীর অষ্টম ঘরে বর্তমানে অবস্থান করছে শনি। এই পরিস্থিতিতে ২০২৫ সাল পর্যন্ত কর্কটের জাতকদের সাবধানে থাকতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করলে আপনাকে নানা সমস্যার মধ্যে পড়তে হবে। অফিসে কাজের চাপ অত্যধিক বাড়বে। কর্মক্ষেত্রে এই সময় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কর্কট রাশির জাতকদের। এর পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা সমস্যা তৈরি হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জন্মছকের পঞ্চম ও ষষ্ঠ ঘরের অধিপতি হল শনি। শনির প্রভাবে ২০২৫ সাল পর্যন্ত নানা বিষয়ে মিশ্র ফল পাবেন কন্যা রাশির জাতকরা। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের
পড়াশোনায় অমনোযোগ বাড়বে
। পড়তে বসতে যেন ইচ্ছেই করবে না কন্যা রাশির জাতকদের। আপনি কন্যা রাশির জাতক হলে নিজের স্বাস্থ্যের প্রতিও মনোযোগী হওয়া প্রয়োজন আপনার। বিশেষ করে পেটের গোলমালে জেরবার হতে হবে আপনাকে।
বৃশ্চিক রাশি
কুম্ভ রাশিতে
শনির অবস্থানের প্রভাবে
২০২৫ সাল পর্যন্ত অত্য়ন্ত খারাপ সময় কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। বৃশ্চিক রাশির তৃতীয় ও চতুর্থ ঘরের গ্রহাধিপতি হল শনি। সম্পত্তি নিয়ে এই সময় পরিবারে অশান্তি দেখা দিতে পারে। এই সময় যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবেন তবে সাবধান, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ছাত্র-ছাত্রীদের জন্যও সময়টা ভালো যাবে না। ব্য়বসাতেও ক্ষতি মুখে পড়তে হতে পারে।
কুম্ভ রাশি
২০২৫ সাল পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে শনি। এই অবস্থায়
দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে কুম্ভ রাশির জাতকদের জীবনে। সেই কারণে এই সময় কঠোর পরিশ্রম করেও খুব একটা সুফল পাবেন না কুম্ভের জাতকরা। দাম্পত্য জীবন ও ব্যক্তিগত সম্পর্কগুলির ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিদর সঙ্গে পরামর্শ করে কাজ করুন।
মীন রাশি
জ্যোতিষ অনুসারে বর্তমানে শনির সাড়ে সাতির প্রথাম পর্যায় চলছে মীন রাশির জাতকদের জীবনে। মীন রাশির কোষ্ঠীর একাদশ ও দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি। এই সময় অতিরিক্ত খরচ বাড়তে পারে মীন রাশির জাতকদের। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক নানা সমস্যায় ২০২৫ পর্যন্ত জেরবার হবেন মীন রাশির জাতকরা।