হাওড়া থেকে নতুন রুটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস! স্টপেজ মিলবে টাটানগরে

Vande Bharat Express:

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে ফের এক জোর জল্পনা। সূত্রের খবর, হাওড়া থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়তে পারে। বর্তমানে যাবতীয় সম্ভাবনা রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, হাওড়া-ঝাড়সুগুড়া ভায়া টাটা বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায় কিনা তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। অপর একটি সূত্রের দাবি, এই ট্রেনটি ঝাড়খণ্ডের টাটানগর রেলওয়ে স্টেশন হয়ে যাবে। এই মুহূর্তে এই ট্রেনটি সরাসরি চালু হবে না, বরং এই ট্রেন টাটানগর রেলওয়ে স্টেশন হয়ে হাওড়া থেকে রাউরকেলার মধ্যে চলবে।

একই সঙ্গে অপর একটি বন্দে ভারত ট্রেন, টাটা থেকে পাটনার মধ্যে চালু করা যায় কিনা সেই সম্ভবনাও খতিয়ে দেখছে

রেল

। অন্যদিকে হাওড়া- রাঁচি রুটেও বন্দে ভারত ট্রেন চালানোর জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।

97700759

টাটানগর থেকে রাউরকেলা রুটে ঘণ্টায় 160 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে পরীক্ষা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এখন পর্যন্ত ভারতীয় রেলের তরফে সরকারি ভাবে বা আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য শেয়ার করা হচ্ছে না।

ঝাড়খণ্ড তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে পারে

সূত্রের দাবি মতো, সব ঠিক থাকলে ঝাড়খণ্ড তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার পেতে চলেছে। এই ট্রেনগুলি চলবে রাঁচি- পাটনা ও রাঁচি- হাওড়া রুটে।

হাওড়া থেকে পুরী যেতে পারে বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া থেকে যে যে রুটে বন্দে ভারত ট্রেন চালু হতে পারে সেই তালিকায় উপরে রয়েছে পুরীও। একাধিক মিডিয়া রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, হাওড়া-NJP ছাড়াও আরও 1টি বন্দে ভারত এক্সপ্রেস চলার সম্ভাবনা রয়েছে হাওড়া থেকে। সেটি চলতে পারে পুরী পর্যন্ত। যদিও রেলের জনসংযোগ আধিকারিক এ বিষয়ে মুখ খোলেননি। তিনি জানিয়েছেন, এখনও সরকারি ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

97654924

হাওড়া থেকে সত্যিই পুরীগামী ট্রেন চালু হলে পুরী যাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় বাঁচবে রেলের। যদিও এই রুটে ইতিমধ্যেই শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম লেভেল ট্রেন চলছে। হাওড়া- পুরী দূরত্ব কভার করতে শতাব্দীর সময় লাগে প্রায় সাড়ে 7 ঘণ্টা। বন্দে বারত এক্সপ্রেস চালু করা হলে এই সময় আরও 30 মিনিট কম লাগতে পারে বলে জানা গিয়েছে।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *