ICICI Bank FD Rate:
সম্প্রতি সাধারণ মানুষের পকেটকে ধাক্কা দিয়ে রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে মুদ্রাস্ফীতিও রয়েছে সহনশীল মাত্রার কাছাকাছি। এমন পরিস্থিতিতেও কিছুটা সুখবর এল সাধারণ মানুষের জন্য। মূলত ICICI ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর দিয়েছে ব্যাঙ্ক। ICICI ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, 8 ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদের হার লাগু হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ডোমোস্টিক, এনআরও এবং এনআরই ডিপোজিটে 5 কোটি টাকার নিচের FD-তে সুদ বৃদ্ধি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক।
ব্যাঙ্কের খবর মোতাবেক, প্রাইভেট সেক্টরের ICICI ব্যাঙ্ক জানিয়েছে FD-এর ক্ষেত্রে সুদ বাড়বে 1.5 শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই সুদের হার 1.5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই ব্যাঙ্কের নূন্যতম FD রেট রয়েছে 4.50 শতাংশ ও সর্বোচ্চ সুদের হার রয়েছে 7.15 শতাংশ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নয়া সুদের হার লাগু হয়েছে 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকার FD-র মধ্যে।
97774589
ICICI ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, 7 থেকে 29 দিনের
-তে সুদের হার বৃদ্ধি করা হয়েছে 1.5 শতাংশ। যার ফলে 3 শতাংশ থেকে বেড়ে সেই সুদের হার হয়েছে 4.5 শতাংশ। 30 থেকে 45 দিনের FD-এর ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছে 5.25 শতাংশ। যা কিনা আগে ছিল 3.50 শতাংশ।
46 থেকে 60 দিনের FD-এর ক্ষেত্রে সুদের হার 4 শতাংশ থেকে বেড়ে হয়েছে 5.50 শতাংশ। 61 থেকে 90 দিনের মধ্যে সুদের হার 4.50 শতাংশ থেকে বেড়ে হয়েছে 5.75 শতাংশ। 91 দিন থেকে 184 দিনের মধ্যে FD রেট বেড়ে হয়েছে 6.25 শতাংশ। যা কিনা আগে ছিল 4.75 শতাংশ। 185 থেকে 270 দিনের মধ্যে সুদের হার বেড়ে হয়েছে 6.50 শতাংশ। অন্যদিকে, 271 দিন থেকে 1 বছরের কম সময়ের FD-তে সুদের হার বেড়ে হয়েছে 6.65 শতাংশ।
97757359
পাশাপাশি ICICI ব্যাঙ্ক 1 বছর থেকে 15 মাসের FD-র ক্ষেত্রে সুদের হার কমিয়ে করা হয়েছে 7.10 শতাংশ। 15 মাস থেকে 2 বছরের জন্য FD-র সুদ কমে হয়েছে 7.15 শতাংশ। 2 বছর 1 দিন থেকে 3 বছরের FD-তে সুদ কমে হয়েছে 7 শতাংশ। 3 বছর 1 দিন থেকে 10 বছরের FD-তে সুদ কমে হয়েছে 6.75 শতাংশ।