Howrah Bardhaman Trains Cancelled: আজ থেকে প্রচুর ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান রুটে, কত দিন দুর্ভোগ?

সপ্তাহের মাঝেই ফের একবার ট্রেন দুর্ভোগের শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল, আর তাতেই সকাল থেকে চরম দুর্ভোগে যাত্রীরা। জানা যাচ্ছে  আপ ও ডাউন মিলিয়ে ৬২টি লোকাল ট্রেন এবং ৮২টি মেল ও এক্সপ্রেস পুরোপুরি বন্ধ থাকছে আজ। রেল সূত্রে খবর, বর্ধমানে শতাধিক বছরের পুরনো ব্রিজ ভেঙে ফেলার জন‌্য ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। 

বর্ধমান-হাওড়া মেন ও কর্ড এবং কাটোয়া শাখার লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বৃহস্পতিবার। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। রেল জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত মেন লাইনে ১৭টি, কর্ড লাইনে ১৪টি এবং মেল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল থাকবে। যদিও রাজধানী এক্সপ্রেস-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ৩ নম্বর লাইন দিয়ে চলাচল করবে।

হাওড়ার ডিআরএম মনীশ জৈন সাংবাদিক সম্মলনে জানিয়েছেন, বর্ধমান স্টেশনের পাশের শতাধিক বছরের পুরনো রেল ওভারব্রিজটি ভাঙার কারণে বর্ধমান থেকে একাধিক শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রসঙ্গত, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওভারব্রিজটির বয়স ১০০ পেরিয়েছে। সেটি ভারী যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। মেরামতির কাজের জন্য মাঝেমধ্যেই হাওড়া-বর্ধমান, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় বাতিল হচ্ছে প্রচুর লোকাল ট্রেন। বন্ধ থাকছে কিছু এক্সপ্রেস ট্রেন। 

পূর্ব রেলের তরফে বর্ধমানে পুরানো রেল ওভার ব্রীজ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য মেগা পাওয়ার ব্লক করা হয়েছে। যেকারনে হাওড়া বর্ধমান শাখায় ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। গতকাল সাংবাদিক সম্মেলন করে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডি আর এম মনীশ জৈন জানিয়েছিলেন মেগা পাওয়ার ব্লক করা হবে বর্ধমানে। বিশেষকরে কর্ড লাইনে। এরজন্য অনেক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪১ টি দূরপাল্লার মেল এক্সপ্রেস, ১৭ জোড়া মেইন লাইনের লোকাল ও কর্ড লাইনে ১৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।যাত্রীদের এরজন্য আগে থেকে অবগত করতে এই শাখার সব স্টেশনে অ্য়ানাউন্সমেন্ট করা হচ্ছে। 

ডি আর এম জানিয়েছেন  বন্দে ভারত কিংবা রাজধানীর এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন বাতিল করা হবে না। এছাড়া বর্ধমানের আগে কর্ড লাইনে মশাগ্রাম ও মেইন লাইনে শক্তিগড় থেকে ১৪ জোড়া করে স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে। ১৯০১ সালে তৈরি করা বর্ধমান স্টেশনের কাছে রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করা হয়েছিল। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে পুরানো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। ২৬ জানুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়।সমস্ত কাজ সম্পূর্ণ করতে  ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে। আর এই কারণে ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে হাওড়া-বর্ধমান শাখার একগুচ্ছ লোকাল ট্রেন। আগামী ২১ ফেব্রুয়ারিও বাতিল হবে অনেকগুলি ট্রেন। সব মিলিয়ে বেশ সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।  তবে যাত্রীদের কিছুটা সুবিধা দিতে ১৪-২০ ফেব্রুয়ারি মেইন লাইনে হাওড়া এবং শক্তিগড়ের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল এবং হাওড়া ও মসাগ্রামের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল চালাবে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *