India vs Australia 1st Test Live: ৩ উইকেট জাদেজার, ১০৯ রানে অস্ট্রেলিয়ার অর্ধেক দল সাজঘরে

ভারতীয় দলের (Team India) হয়ে এই ম্যাচে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং উইকেটরক্ষক কেএস ভরতের (KS Bharat) টেস্ট অভিষেক হয়েছে। অস্ট্রেলিয়া (India vs Australia) দলে অভিষেক হয়েছে টড মারফির। তিন স্পিনার ও দুই ফাস্ট বোলার নিয়ে এই ম্যাচে মাঠে নামেছে রোহিত শর্মার ভারত।

এই সিরিজের জন্য কেএল রাহুলকে (KL Rahul) সহ-অধিনায়ক করা হয়েছে। টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ খেলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া দল ২০১৪ সালে শেষবার ভারতের ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল। 

আবারও উইকেট তুলে নিলেন জাদেজা

দুর্দান্ত ফর্মে ভারতের বাঁ হাতি স্পিনার। বোল্ড হলেন স্টিভ স্মিথ। ১০৯ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

অবশেষে ১০০ পেরল অস্ট্রেলিয়া

অক্ষরের ওভারে আক্রমণ স্মিথের। ৪ উইকেট হারিয়ে ১০৫ রান অস্ট্রেলিয়ার।

লাঞ্চের পরেই ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া

রবীন্দ্র জাদেজা বল করতে আসতেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া। স্টাম্প আউট হলেন লাবুশেন। পরের বলেই আউট ম্যাট রেনশও। ৮৪ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

লাঞ্চের আগে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া

মধ্যাহ্নভোজের আগে উইকেট পেল না ভারতীয় দল। হাফ সেঞ্চুরির দোরগোড়ায় মানার্স লাবুশেন। উইকেট পাননি ভারতের তিন স্পিনার। ২ উইকেটে ৭৬ রান করেছে অস্ট্রেলিয়া।

ক্যাচ ফেললেন বিরাট

সুযোগ হারাল ভারতীয় দল। স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ ফেললেন বিরাট কোহলি। উইকেট পেতে পারতেন অক্ষর প্যাটেল। ৩৫ রানে ২ উইকেট অস্ট্রেলিয়ার। প্রথম দিনেই বল ঘুরতে শুরু করে দিয়েছে।

বল করতে এলেন জাদেজা

৬ ওভারে ২৫ রানে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বল করতে এলেন জাদেজা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ভারতের তারকা অলরাউন্ডার। 

আবারও উইকেট হারাল অস্ট্রেলিয়া

দুর্দান্ত বোলিং ভারতের। ২ রানেই ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া। এবার আউট হলেন ডেভিড ওয়ার্নার। শামির বলে বোল্ড অজি ওপেনার। 

শুরুতেই উইকেট হারাল অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। দারুণ রিভিউ ভারতের। সিরাজের প্রথম বলেই আউট হলেন খ্বজা। ২ রানেই প্রথম উইকেট হারাল অজিরা।

টস জিতল অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। 

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *