কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল (IPL)। মাঠে নেমে পড়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চেইজি। মাঠে নেমে পড়লেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও (Mahendra Singh Dhoni) । তবে ক্রিকেট মাঠে নয়, রাঁচির বাড়িতে চাষের কাজ করতে দেখা গেল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ট্র্যাক্টর নিয়ে নেমে পড়লেন ধোনি। সেই ভিডিও নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
সাধারণভাবে, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকেন না ধোনি। সাধারণভাবে রাঁচির ফার্ম হাউজের বিভিন্ন সবজি-ফল চাষ করেন মাহি। সেই ভিডিও এর আগেও শেয়ার করেছেন ধোনি। এই ভিডিওতে এবার দেখা গিয়েছে, স্ট্রবেরি নিজেই জমি থেকে তুলছেন ধোনি। স্টবেরির নিজেও চেখে দেখেন ধোনি। সাবলীল ভাবে ট্র্যাক্টর চালাতেও দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে।
নতুন মাঠে সফল হতে পেরে দারুণ খুশি ধোনি। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ধোনি লেখেন, ‘নতুন কিছু শিখতে পেরে দারুণ ভাল লাগছে। কাজ শেষ করতে যদিও আরও অনেকদূর যেতে হবে।’ তবে এর পাশাপাশি মজাও করেছেন ধোনি। তিনি লিখেছেন, ‘আমি প্রতিদিন খামারে গেলে, বাজারে পাঠানোর মতো একটাও স্ট্রবেরি বাঁচবে না।’
আরও পড়ুন: ভারত VS অস্ট্রেলিয়া টেস্টে ফর্মে থাকা গিল কেন বাদ? ক্ষুব্ধ ফ্যানরা
চাষের জমিতে কাজ করার পাশাপাশি ক্রিকেটেও মন দিয়েছেন ধোনি। সামনেই আইপিএল তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে কথাও বলতে দেখা যায় ধোনিকে। চেন্নাই সুপার কিংসও (CSK) সেই ছবি শেয়ার করেছিল তাদের সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: প্রথম টেস্টে নেই শুভমন? প্রথম একাদশ নিয়ে বড় আপডেট রাহুলের
আইপিএল-এর আসন্ন মরশুমে হয়ত শেষবার চেন্নাইয়ের হলুদ জার্সি পরে মাঠে নামবেন ধোনি। শেষবার চেন্নাইকে নেতৃত্ব দেবেন তিনি। গত মরশুমে মাঝ পথেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হলেও, চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার জেরে অধিনায়কত্ব ছেড়ে দেন তারকা অলরাউন্ডার। ফের দলের দায়িত্ব নেন ধোনি। যদিও প্লে অফে পৌঁছতে পারেনি সিএসকে। সেই জন্যই এবার আরও প্রস্তুত হয়ে আইপিএল-এ নামতে চাইছে চেন্নাই সুপার কিংস। শেষবার খেলতে নামা ধোনির জন্যও এই মরশুমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা।