Train Cancellation : বৃহস্পতিবার বন্ধ বর্ধমান স্টেশন, একাধিক লাইনে বাতিল লোকাল ট্রেন

বৃহস্পতিবার রাত বারোটা থেকে বন্ধ থাকবে বর্ধমান স্টেশনের একাংশ। ফলে সারাদিন বন্ধ থাকবে একাধিক ট্রেন। তালিকায় আছে লোকাল ট্রেনও। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

জানা গেছে, বর্ধমান থেকে হাওড়া কর্ড ও মেইন শাখা ও বর্ধমান ব্যান্ডেল শাখায় বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত কোনও ট্রেন চলাচল করবে না। পুরনো ওভারব্রিজের কাঠামো ভেঙে ফেলার শেষ মুহূর্তের কাজ চলবে। তার জন্যই ট্রেন বাতিল। 

রেল সূত্রে খবর, একাধিক প্লাটফর্ম পর্যন্ত পুরনো ওভারব্রিজের কাঠামো সরিয়ে ফেলা হয়েছে। এখনও ১ ও ২ নম্বর প্লাটফর্মের কাজ বাকি। পুরনো রেল ওভারব্রিজ ভাঙার জন্য কয়েকদিন ধরেই একাধিক ট্রেন বাতিল হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। তবে তাতে যাত্রী দুর্ভোগ তেমন কমেনি বলে অভিযোগ। 

আরও পড়ুন : ১৫ মার্চই রাজ্য সরকারি কর্মীদের ডিএ ভাগ্য চূড়ান্ত, সুপ্রিম কোর্ট থেকে বড় UPDATE

রেল সূত্রে খবর, ৯ ফেব্রুয়ারি সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷ ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল ও  তাদের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। তবে যাত্রীদের জন্য বৃহস্পতিবার একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। 

আরও পড়ুন : গরমে ঘামবে রাজ্য, তার মধ্য়েই হবে বৃষ্টিও; জারি পূর্বাভাস

এই প্রথম নয়, আগেও গত ৫ ফেব্রুয়ারি গোটা দিন বর্ধমান স্টেশন বন্ধ করা হয়। সেদিন হাওড়া-বর্ধমান মেন ও কর্ড শাখায় লোকাল ট্রেন চলাচলও বন্ধ ছিল। ফলে যাত্রীরা অসুবিধেয় পড়েন। সেদিন যাত্রীদের দুর্ভোগ কমাতে শক্তিগড় ও মশাগ্রাম স্টেশন থেকে কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালায় রেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *