ক্যাশ টাকা ছাড়াই যান বিমানবন্দরে, মিলবে সুবিধা

উত্তর ২৪ পরগনা: দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর যদিও রাজ্যবাসীর কাছে কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দর নামেই বেশি পরিচিত এই বিমানবন্দর। তবে ব্যস্ততম এই বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন দেশ-বিদেশের নানা জায়গায়।

বিমান ধরতে, তার পাশাপাশি চেক-ইন করার জন্য বেশ কিছুটা সময় আগেই পৌঁছতে হয় বিমানবন্দরে। সে ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় যাত্রীদের প্রয়োজনীয় ক্যাশ টাকা তুলতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যস্ততম এই বিমানবন্দর এলাকায়। বহু ক্ষেত্রে হয়রানির শিকারও হতে হয় যাত্রীদের। তবে এবার থেকে আর সমস্যায় পড়তে হবে না বিমানযাত্রীদের। তার জন্যই এই নতুন পরিষেবার সূচনা হল।

আরও পড়ুন– রবিবার থেকেই আবহাওয়ার ফের বদল, আগামী ক’দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জেনে নিন

কলকাতা বিমানবন্দর টার্মিনালে দুটি ব্যাঙ্কের পক্ষ থেকে বসানো হয়েছে এটিএম। সৌজন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক। 3C গেটের কাছেই এই এটিএম কাউন্টার খোলা হয়েছে। ফলে আগে থেকে ক্যাশ টাকা না নিয়ে আসা যাত্রীদের আর সমস্যার সম্মুখীন হতে হবে না বিমানবন্দরে এসে। বিমানবন্দরে পৌঁছেও প্রয়োজনীয় ক্যাশ টাকা এটিএম-এর মাধ্যমে তুলে নিতে পারবেন যাত্রীরা। এই পরিষেবায় অনেকটাই উপকৃত হবেন যাত্রীরা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ত্রিপুরায় জাতীয় সড়ক নির্মাণে বরাদ্দ হল প্রায় আড়াই হাজার কোটি টাকা

যাত্রী স্বাচ্ছন্দে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই এটিএম পরিষেবা চালুর পাশাপাশি, আগামী দিনে বিমান যাত্রীদের সুবিধার্থে আরও নতুন কিছু সুবিধা নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Rudra Narayan Roy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *