কর্কটে এসে ধন যোগ তৈরি করবে শুক্র, অপ্রত্যাশিত অর্থ লাভ ৩ রাশির ভাগ্যে!

Dhan Yog: ৩০ মে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র রাশি পরিবর্তন করলে এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী শুক্রের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক সাফল্য ও সমৃদ্ধি লাভ করবে। আবার এ সময়ে শুক্রের গোচরের ফলে ধন যোগ সৃষ্টি হবে। ধন যোগের প্রভাবে বেশ কিছু রাশির উন্নতি হবে। আর্থিক প্রাচুর্য দেখা যাবে। পাশাপাশি এঁদের ওপর ধনদেবীর আশীর্বাদ থাকবে। শুক্রের রাশি পরিবর্তনের ফলে সৃষ্ট ধন যোগ কোন কোন রাশির জাতকদের জীবনে সুসংবাদ নিয়ে আসছে জেনে নিন।

মিথুন রাশি (Gemini Zodiac)

ধন যোগের প্রভাবে মিথুন রাশির জাতকরা চাতুর্যের সঙ্গে চিন্তাভাবনা করবেন। এ সময়ে আপনারা বুদ্ধি প্রয়োগ করে অর্থ উপার্জন করতে পারবেন। আবার এই রাশির যে জাতকদের কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি ভালো, তাঁরা এই যোগের প্রভাবে প্রচুর ধন-সম্পত্তি অর্জন করতে পারবেন। পারিবারিক ব্যবসা বা অংশীদারীত্বের ব্যবসা করে থাকলে দুর্ধর্ষ ধন লাভ করবেন। তবে অংশীদারী ব্যবসায়ীদের এ সময়ে লোকসানের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি (Cancer Zodiac)

ধন যোগের প্রভাবে কর্কট রাশির জাতকরা আকস্মিক ধন লাভ করতে পারবেন। এ সময়ে আপনার ওপর ধনদেবী লক্ষ্মীর আশীর্হাদ থাকবে। প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন এ সময়ে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করবেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। এ সময়ে নানান ধরনের লাভ হবে। শুক্র সৃষ্ট ধন যোগ ব্যবসা বা যে কোনও পেশায় গুরুত্বপূর্ণ বৃদ্ধি ঘটাবে।

কন্যা রাশি (Virgo Zodiac)

ধন যোগ তৈরি করে এই রাশির একাদশ কক্ষে শুক্র গোচর করবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি অত্যন্ত লাভজনক। লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনাদের ওপর। আবার কন্যা রাশির ব্যবসায়ীদের মুনাফা বহুগুণ বৃদ্ধি পাবে। কন্যা রাশির চাকরিজীবী জাতকদের বেতন বৃদ্ধি সম্ভব। আপনাা বোনাস পেতে পারেন। পাশাপাশি পদোন্নতি সম্ভব। কর্মক্ষেত্রে পদ, সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। এ সময়ে অফিসে গুরুত্বপূর্ণ পদ লাভ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *