বেঙ্গালুরু: কিং কোহলির যোগ্য উত্তরসূরী তিনি। বিরাট যদি রাজা হন, শুভমন গিল তবে রাজপুত্র। এইভাবে বললেও ভুল বলা হয় না। যার ব্যাটিং দেখে স্বয়ং বিরাট কোহলি পর্যন্ত মুগ্ধ, সেই শুভমন গিলকে কুৎসিত আক্রমণ করলেন বিরাট কোহলির ভক্তদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলকে নোংরা আক্রমণের মুখে পড়তে হল। নিজেদের বিরাট এবং আরসিবি ভক্ত হিসেবে দাবি করে একদল নেটিজেন তাঁকে নোংরা আক্রমণ শানাচ্ছে।
কেউ কেউ প্রার্থনা করতে থাকে যাতে ঋষভ পন্তের মতো ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন শুভমন। সেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ছবি দিয়ে বলা হয় এই গাড়িটাই যদি গিল থাকতেন সবচেয়ে ভাল হত। শুধু তাই নয়, শুভমনের দিদির ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে তাঁকেও গালিগালাজ করার আহ্বান জানিয়েছে কেউ-কেউ। তাঁকে ধর্ষণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে সেই ধরনের নোংরামির চরম বিরোধিতা করেছেন অধিকাংশ বিরাট ভক্ত। পুরো ঘটনার জন্য তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন। বিরাটদের কাছে অঙ্কটা পরিষ্কার ছিল- জিতলে প্লে-অফের টিকিট মিলবে। নাহলে অধরা থাকবে আইপিএল জয়ের স্বপ্ন। সেই মরণবাঁচন ম্যাচে বিরাটে ৬১ বলে অপরাজিত ১০১ রানের সৌজন্যে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি পাঁচ উইকেটে ১৯৭ রান তোলে।
জবাবে ৫২ বলে গিলের অপরাজিত ১০৪ রানের সুবাদে পাঁচ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় গুজরাত। তবে এই ঘটনায় মানুষের নিম্ন মানসিকতা ছাড়া আর কিছুই বোঝা যায় না। গিল ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি যে দলের হয়েই খেলুন না কেন, তাকে অসম্মান করার অধিকার নেই।
বিরাটের সমর্থক হিসেবে নিজেদের দাবি করা ভক্তরা এসব করে নিজেদের ছোট প্রমাণ করছেন। সঙ্গে বিনা কারণে জড়িয়ে যাচ্ছে বিরাট কোহলির নাম। তবে গিল কত বড় ক্রিকেটার সেটা ফের একবার প্রমাণ করে দিয়েছেন বেঙ্গালুরুকে হারিয়ে।