বিরাট কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দূরত্ব যেন কিছুতেই কমছে না। দিল্লিতে IPL ম্যাচের পর দুজনের হাত মেলানো দেখে মনে হয়েছিল, ঠান্ডা লড়াই হয়তো শেষ হতে চলেছে। কিন্তু রবিবার সৌরভের আচরণে আবার দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হঠাৎ করে কেন আবার দুজনের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে? কোহলির নাম মুখেই নিলেন না সৌরভ। আর তাতেই নেট দুনিয়া তোলপাড়।
রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানসের মধ্যে IPL-এর গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় রানে পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি। পরে কোহলির ইনিংসকে টেক্কা দিয়ে যান শুভমান গিল। তাঁর অসাধারণ অপরাজিত সেঞ্চুরির ইনিংস দুর্দান্ত জয়ে এনে দেয় গুজরাট টাইটানসকে। আর শুভমানের ইনিংস দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ম্যাচে বিরাট কোহলিও সেঞ্চুরি করেছেন কিন্তু তাঁর নাম মুখেও আনেননি সৌরভ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানস ম্যাচের পরপরই সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে শুভমান গিলকে অভিনন্দন জানান। টুইটারে তিনি লেখেন, ‘কী অসাধারণ প্রতিভা এই দেশ তৈরি করেছে! শুভমান গিল...ওয়াও.. পরপর দুটি ম্যাচে দুটি দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস। IPL.. কী অসাধারণ মান এই প্রতিযোগিতার!’ তবে সৌরভ গঙ্গোপাধ্যায়র মানসিকতা অনেকেই মেনে নিতে পারেননি। সৌরভের টুইটের জবাব দিয়ে একজন লিখেছেন, ‘শুভমানের প্রতিভা আছে ঠিকই। কিন্তু কিং কোহলি সুপ্রিম।’
আর একজন সৌরভের সমালোচনা করে লিখেছেন, ‘দাদা আপনার হৃদয় খুবই ছোট। শুধু শুভমান গিলেরই প্রশংসা করলেন? বিরাট কোহলিও কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেছেন। ওরও প্রশংসা প্রাপ্য।’ আর একজন লিখেছেন, ‘কোহলির নামও উচ্চারণ করা উচিত ছিল। কোহলিও দুর্দান্ত খেলেছেন।’ আর একজন লিখেছেন, ‘কোহলির নাম না নিয়ে সৌরভ বুঝিয়ে দিলেন ওকে কতটা ঘৃণা করেন।’
সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকার সময় থেকেই বিরাট কোহলির সঙ্গে লড়াই শুরু হয়েছিল। পরে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে সৌরভকে কাঠগড়ায় তুলেছিলেন কোহলি। সেই থেকেই দুজনের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে প্রথম পর্বের ম্যাচ শেষে একে অপরের সঙ্গে হাত মেলাননি। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যখন দুই দলের ক্রিকেটার সাপোর্ট স্টাফরা হাত মেলাছিলেন তখন সৌরভ কোহলির পাশ কাটিয়ে চলে যান। তবে দিল্লিতে দ্বিতীয় পর্বের ম্যাচে শেষে কোহলি ও সৌরভকে হাত মেলাতে দেখা যায়।