নয়াদিল্লি: চার নম্বরে কে খেলবে এই নিয়ে গত কয়েকদিন বিস্তর আলোচনা শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটে। তবে এটা নিয়ে চিন্তার বিশেষ কারণ দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকটা একই মত সুনীল গাভাসকারের। এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল নিয়ে সন্তোষ প্রকাশ করলেন সুনীল গাভাসকর ও সৌরভ গাঙ্গুলি। কিংবদন্তি ওপেনার সানির কথায়, এটা খুব ভাল দল। আমাদের উচিত ক্রিকেটারদের পাশে থাকা।
লোকেশ রাহুলের স্কোয়াডে থাকার ব্যাপারে সানির বিশ্লেষণ, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের আগে আরও দিন দশেক সময় রয়েছে। ফলে সেরে ওঠার জন্য লোকেশ যথেষ্ট সময় পাচ্ছে। নিজেকে মেলে ধরার জন্য পরের ম্যাচগুলিও পাবে। অতীতের পারফরম্যান্সের বিচারে সুযোগটা ওর প্রাপ্যই ছিল। যুজবেন্দ্র চাহালের বাদ পড়া নিয়ে প্রাক্তন অধিনায়ক বলেছেন, চাহালের তুলনায় কুলদীপের ব্যাটের হাত ভালো। এজন্যই হয়তো সুযোগ পেয়েছে।
অনেক ক্ষেত্রেই দলের ভারসাম্যের কথা মাথায় রাখতে হয়। ব্যাট হাতে কে কেমন, কার ফিল্ডিং কতটা ক্ষিপ্র, এই বিষয়গুলিও দল নির্বাচনের মাপকাঠি। সৌরভ গাঙ্গুলি আবার চার নম্বর স্লট নিয়ে বাড়তি হইচইয়ের কোনও কারণ দেখছেন না। মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রাক্তন অধিনায়ক ব্যাখ্যা করেছেন, ‘ভারতে প্রতিভার অভাব নেই। আমার মনে হয়, সেটাই সমস্যা।
এত প্রতিভা যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। চার নম্বর স্লট যেমন নিছকই একটা সংখ্যা। কাকে নামানো হবে ওই পজিশনে। তার উপরই ভরসা রাখুক। তবে চাহালের দলে থাকা উচিত ছিল বলে মনে করছেন তিনি। সৌরভের মতে, আমি নির্বাচক হলে চাহালকে সবসময়ই দলে নেব। রিস্ট স্পিনার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে করেন সৌরভ।
যদিও শেষ কয়েকটা ম্যাচে ভারতের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করতে পারেননি চাহাল, তবুও সৌরভ জানিয়েছেন লেগ স্পিনার একজন দলে থাকা সব সময় গুরুত্বপূর্ণ। নিজেদের দিনে লেগ স্পিনার একাই ম্যাচের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।