Mahira Khan: দ্বিতীয়বার বিয়ে করলেন শাহরুখের নায়িকা, স্ত্রী মাহিরাকে দেখেই চোখের জলে ভাসলেন সেলিম, দেখুন ভিডিয়ো

রইস, হামসফর ইত্যাদি ছবি খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। হাত ধরলেন তাঁর প্রেমিক তথা বিজনেসম্যান সেলিম করিমের। তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর হবে নাই না কেন শুনি এমন স্বপ্নের মতো সুন্দর বিয়ের ছবিকে যে ভাইরাল হতেই হতো!

মাহিরা খানের বিয়ে

অভিনেত্রীর ম্যানেজার অনুষা তালহা খান এদিন ইনস্টাগ্রামে মাহিরা এবং সেলিমের বিয়ের একটি ভিডিয়ো পোস্ট করেন। এখানে পাকিস্তানি অভিনেত্রীকে তাঁর বরের দিকে হেঁটে আসতে দেখা যায়। আর বউকে কান্নায় ভেঙে পড়েন সেলিম। শুধুই কি তাই? মাহিরার কাছে এগিয়ে এসে ওঁর ওড়না ধরতেও সাহায্য করেন।

না, তবে সেলিম একা নন মাহিরাও রীতিমত ইমোশনাল হয়ে পড়েন এদিন। বিয়ের মণ্ডপে এসেই জড়িয়ে ধরেন বরকে। সেলিম তাঁর কপালে একটা চুমু খেয়ে তাঁকে পাল্টা জড়িয়ে ধরেন।

মাহিরার বিয়ের সাজ

এদিন রইসের অভিনেত্রী একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা এবং ওড়না পরেছিলেন। সঙ্গে ছিল ম্যাচ করা হিরের গয়না। অন্যদিকে সেলিমের পরনে ছিল কালো শেরওয়ানি এবং নীল পাগড়ি। পাকিস্তানের মুরিতে তাঁরা তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং সারেন।

মাহিরাকে বিয়ের শুভেচ্ছা

ভক্তরা এদিন অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা জানান। এক ভক্ত লেখেন, ‘আমার এটা দারুণ পছন্দ হল। মাহিরা একাধিক জিনিসকে নর্মালাইজ করছে ভীষণ সুন্দর করে, আশা করি এতে অনেক মেয়েই নতুন ভাবে তাঁদের বিয়ে নিয়ে ভাববেন।’ আরেকজন লেখেন, ‘এটা কী মিষ্টি! খুব ভালো থাকবেন আপনারা। ঈশ্বর যেন আপনাদের সবসময় আশীর্বাদ করেন।’ কেউ কেউ আবার সেলিমের কান্নার কথাও লেখেন, কেউ আবার অভিনেত্রীর সাজের প্রশংসা করেন।

মাহিরা এবং সেলিমের সম্পর্ক

ট্রিবিউন ডট কমের রিপোর্ট অনুযায়ী সামিনা পীরজাদার সঙ্গে একটি আলাপচারিতায় তিনি প্রথম তাঁর এবং সেলিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২২ সালে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি প্রেমে পড়েছেন কিনা অভিনেত্রী বলেছিলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। কিন্তু আমার এটা নিয়ে কথা বলতে খুব লজ্জা লাগছে।’

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *