Swara-Fahad Baby: বিয়ের ৬ মাস পরেই সন্তান প্রসব, সদ্যজাত মেয়েকে নিয়ে ছঠী পুজোয় মাতলেন স্বরা-ফাহাদ

ভিন ধর্মে বিয়ে করে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল স্বরা ভাস্করকে। সামাজিক বিয়ের ৬ মাসের মাথাতেই মেয়ে রাবিয়ার জন্ম দিয়েছন অভিনেত্রী। সেই নিয়েও নীতি পুলিশদের রোষের মুখে নায়িকা। তবে কটাক্ষে কান না দিতে মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন স্বরা। গত ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর।

ভালোবাসা ধর্মের বেড়াজাল মানে না, দেখিয়ে দিয়েছেন স্বরা-ফাহাদ। দুই ধর্মের রীতিনীতি মেনেই যে মেয়েকে বড় করবেন তাঁরা, তার ইঙ্গিতও এবার মিলল নায়িকার সাম্প্রতিক পোস্টে। ৬ দিনের কন্যা সন্তানকে নিয়ে ছঠী পুজো সারলেন অভিনেত্রী। স্ত্রী-কন্যাকে আগলে রাখলেন ফাহাদ। সদ্যজাতর মঙ্গল কামনায় অনুষ্ঠিত হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সাড়ম্বরে যোগ দিল স্বরা ও ফাহাদের কাছের মানুষরা।

এদিন হলুদ শাড়িতে ঝলমল করলেন নতুন মা স্বরা। পাশে সাদা পাঞ্জাবি আর হলুদ জহর কোটে ফাহাদ। খুদে রাবিয়ারও দেখা মিলল হলুদ রঙা পোশাকে। বাবার কোলে ঘুমিয়ে রয়েছে সে। অপর ছবিতে স্বরা ও ফাহাদের বাবার কোলেও দেখা মিলেছে রাবিয়া রমা আহমেদের। হ্যাঁ, স্বরার মেয়ের পুরো নাম রবিয়া রমা আহমেদ।  দাদুদের সঙ্গে একরত্তি মেয়ের ছবির ক্যাপশনে স্বরা লেখেন-‘টাটা+দাদা।’ সপরিবারে এই বিশেষ দিনে মেতে উঠেছিলেন স্বরা-ফাহাদ।

গত ২৩শে সেপ্টেম্বর রাবিয়ার জন্ম দেন স্বরা। দু-দিন পর সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করে সুখবর জানান তারকা দম্পতি। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘দোয়া কবুল হল, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন’।

স্বরা-ফাহাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন। সেইসব একটু থিতু হলেই জুন মাসে মা হতে চলার খবর জানিয়ে চর্চায় উঠে আসেন স্বরা। তার তিন মাস পরেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

স্বরা আগেই জানিয়ে, ২০২০ সালে একটি প্রতিবাদ সভায় ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয় এবং বাকিটা ইতিহাস। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মাঝে শুরু হওয়া এই প্রেম কাহিনি পূর্ণতা পেয়েছিল আগেই, রাবিয়ার আগমনে সম্পূর্ণ হল স্বরা-ফাহাদের পরিবার।

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *