শহর থেকে জেলা অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সর্বত্র। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের সর্বত্র দফায়-দফায় বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণ, জেলায়-জেলায় কখনও ঝিরঝিরে কখনও বা মাঝারি বৃষ্টি হচ্ছে। আজও একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। নতুন সপ্তাহে কেমন থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট।
ঝাড়খণ্ডে সরল নিম্নচাপ
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের সর্বত্র দফায়-দফায় বৃষ্টি চলছে। নতুন সপ্তাহের শুরুতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলা, উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। কলকাতায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী দু থেকে তিনদিন। আবহাওয়া জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, বর্তমানে প্রবল বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে। ফলে ডিভিসির জল বিপদ বাড়ায় কি না, সে দিকে কড়া নজর রয়েছে নবান্নের। হাওয়া অফিসের পূর্বাভাসে এও জানান হয়েছে, এবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। কিন্তু, যাওয়ার পথে শক্তি হারালেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তাতেই অক্টোবরের শুরুতেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস।রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে দুর্যোগ অব্যাহত রয়েছে। সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দু’দিন দুই ২৪ পরগনায় কয়েক পশলা ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার রবিবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। নীচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় গত কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আজও কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। আজ কলকাতায় পুজোর প্ল্যানিং থাকলে সঙ্গে ছাতা বা রেনকোট নিতে ভুলবেন না। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।