World cup Opening Ceremony: বিশ্ব কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ-আশা-শ্রেয়ারা! আর কোন তারকার থাকার কথা চলছে?

৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ। দেশে এই মুহূর্তে তাই সাজো সাজো রব। নানা দেশ থেকে ক্রিকেটাররা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আপাতত খবর পাওয়া যাচ্ছেষ উদ্বোধনে বলিউড তারকাদের উপস্থিতি বিশেষ করে লক্ষ্য করা যাবে। 

তারকাদের মধ্যে যারা ওপেনিং শো-তে পারফর করতে পারেন. তাঁদের মধ্যে বিশেষভাবে সামনে আসছে  শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং-দের নাম। এই তিনজনই এর আগের ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরমিনিতে ভাগ নিয়েছিলেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন পারফর্ম করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

অভিনেতাদের মধ্যে নাম উঠে আসঠছে বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং তামান্না ভাটিয়া অন্তর্ভুক্ত। এছাড়ও প্রতিযোগী ১০টি দলের অধিনায়করা অনুষ্ঠানে উপস্থিত তো থাকছেনই। প্রথম ম্যাচটি খেলা হবে । ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। এই একই স্টেডিয়ামে খেলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে গুজরাটি সংস্কৃতির একটি প্রদর্শনী। ৩ অক্টোবরের মধ্যেই ১০ দলের অধিনায়করা পৌঁছে যাবেন আহমেদাবাদে। 

বিশেষ কারণেই প্রথম ম্যাচের আগের দিন, অর্থাৎ ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানটি রাখা হয়েছে। যাতে ম্যাচে অহেতুক দেরি না হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে যথাযথ সময় দেওয়া যায় তাই এই বিশেষ ব্যবস্থা। 

CategoriesUncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *